স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে আগামী ১২ জুন।ব্রাজিলেঅনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপ ফুটবল আসরের ১২টি স্টেডিয়ামে ৩২টি দলের ৬৪টিম্যাচের সবকটি খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)। থাকবে বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি সব খবর এবং পর্যালোচনামূলক টকশো। টকশোতে অংশগ্রহণ করবেন দেশ বরেণ্য সব ফুটবলার।
উল্লেখ্য,২০১২ সালেসম্প্রচারে আসার পর জিটিভি বস্তুনিষ্ঠ সংবাদ এবং নান্দনিক সব অনুষ্ঠানপ্রচারের পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয় অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।যার ফলশ্রুতিতে তারা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল),নিউজিল্যান্ড-বাংলাদেশ হোম সিরিজ,টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সব খেলাসরাসরি সম্প্রচার করে। এর পাশাপাশি আগামী ছয় বছরের জন্য বিসিবির সব খেলারস্বত্ব কিনে নিয়েছে এ চ্যানেলটি।