মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ ফুটবলে জার্মানির রেকর্ড অনন্য। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাবিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে জার্মান দল বিশ্ব আসরে টানা আটবার শেষআটে স্থান করে নেয়ার কৃতিত্ব অর্জন করে।তিনবারের বিশ্বজয়ী জার্মানরা এ পর্যন্ত চূড়ান্তপর্বে খেলেছে ১৭ বার। এ রেকর্ড বাদ দিন,তাদের বিশ্বকাপ ফাইনালে খেলার অভিজ্ঞতাই যে সাত-সাতবার। এর মধ্যে আছে ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালে টানা তিনবার বিশ্বকাপ ফাইনালে খেলার গৌরব।
বিশ্বকাপেনিজেদের সামগ্রিক রেকর্ডটা জার্মানদের মন খারাপ করিয়ে দেয়ার জন্যকিন্তু যথেষ্ট। আরও দু-একটা শিরোপা নামের পাশে নিয়ে নিলে কী খুব ক্ষতিছিলো?