স্টাফ রিপোর্টার: আবারও বিশাল আয়তনের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিত। আজ জাতীয় সংসদে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদেরপ্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৪তম বাজেট। বাজেটেরআকার হবে ২ লাখ
৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এ বাজেটে কি থাকছে এ নিয়েআগ্রহ সর্বত্র। বাজেটে বড় কোন চমক না থাকলেও এর আকার বেড়েছে ২০১৩-১৪অর্থবছরের মূল বাজেটের চেয়ে ২৮ হাজার ১৫ কোটি টাকা বেশি। অর্থমন্ত্রী বিকেল৩টায় ডিজিটাল পাওয়ার পয়েন্টে এবারও বাজেট উপস্থাপন করবেন। এর আগে দুপুর১টায় জাতীয় সংসদে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এ বাজেট অনুমোদন দেয়া হবে।তবে চূড়ান্তভাবে জাতীয় সংসদে বাজেট অনুমোদিত হবে এ মাসের শেষ সপ্তাহে।মহাজোট সরকারের প্রথম মেয়াদের অনেক প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। পাশাপশিনতুনভাবে দেয়া প্রতিশ্রুতিকে সামনে রেখে জনমানুষের প্রত্যাশা পূরণ করতেআগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য আড়াই লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে।তবে বড় বাজেটে অর্থসংস্থানের বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। অতীতের সবরেকর্ডকে ছাড়িয়ে প্রায় ৬৮ হাজার কোটি টাকা ঘাটতি রাখা হয়েছে এবারের বাজেটে।মাত্রাতিরিক্ত ঘাটতির কারণে এবারও সরকার বাজেটে ঋণনির্ভরতা বাড়াচ্ছে। আর এঋণ বৈদেশিক সাহায্যে না হলে তা বিনিয়োগের জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়াবেবলে মনে করছেন দেশের অর্থনীতিবিদরা।