বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন

চুয়াডাঙ্গা জেলা ইউনিট কামান্ডার আবু হোসেন সদর উপজেলা কমান্ডার আশু বাঙালী নির্বাচিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডের নির্বাচনে জেলা ইউনিট কমান্ডার হিসেবে আবু হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি তালতলার মৃত আব্দুস সোবহানের ছেলে। পরাজিত হয়েছেন সাবেক জেলা ইউনিট কমান্ডার নূরুল ইসলাম মালিক। গতকাল গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউনিট কামান্ডার পদে আশু বাঙালী নির্বাচিত হয়েছেন। পরাজিত হয়েছেন হাফিজ উদ্দীন।

জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন জ্বিনতলাপাড়ার মোস্তফা খান ও হাজরাহাটির সহিদ হোসেন। সহকারী কমান্ডার সাংগঠনিক পদে কুড়ুলগাছির আতিয়ার রহমান, প্রচার সহকারী কমান্ডার পদে দর্শনা পরানপুরের সিরাজুল ইসলাম, তথ্য ও গবেষণা সহকারী কমান্ডার পদে জাফরপুরের কেএম জোছা, অর্থ সহকারী কমান্ডার পদে কালিদাসপুরের ফজলুল হক, সাহিত্য ও সংস্কুতি সহকারী কমান্ডার পদে বালিয়াকান্দির ফজলুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সহকারী কমান্ডার পদে জ্বিনতলাপাড়ার শফি উদ্দীন মংলা, ক্রীড়া সহকারী কমান্ডার পদে দৌলাতদিয়াড়ের নিজাম উদ্দীন, শ্রম ও জনশক্তি সহকারী কমান্ডার পদে খাসকররার শফি উদ্দীন, দফতর কমান্ডার পদে ছোটবলদিয়ার আলতাফ হোসেন, প্রকল্প ও সমবায় সহকারী কমান্ডার পদে মনোহরপুরের সুজা উদ্দীন, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সহকারী কমান্ডার পদে ছোটশলুয়ার আনারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন বড়বলদিয়ার নূরুল হক, বেগমপুরের মোক্তার হোসেন ও তালতলার আবু তালেব মণ্ডল।