মাথাভাঙ্গা মনিটর: দারুণ নৈপুন্যে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদেরনামে করলো সফরকারী শ্রীলঙ্কা। গতকাল মঙ্গলবার স্বাগতিক ইংল্যান্ডকে ৬ উইকেটেহারিয়ে নিশ্চিত হয় লঙ্কানদের সিরিজ। তবে এজবাস্টনে এ ম্যাচে অন্য আলোচনায়লঙ্কান তারকা সটিত্র সেনানায়েকে। সন্দেহযুক্ত বোলিং অ্যাকশনের কারণে এলঙ্কান স্পিনারকে ২০ দিনের মধ্যে বায়োমেকানিক পরীক্ষায় যেতে বলা হয়েছে এরআগে। আর গত মঙ্গলবার এক রান আউটের ঘটনায় ফের বিতর্কে সেনানায়েকে। ইংল্যান্ডইনিংসের ৪৬ তম ওভারে নন স্ট্রাইক প্রানেতর ব্যাটসম্যান জস বাটলার ক্রিজছেড়ে গেলে তাকে রান আউট করেন সেনানায়েকে। এ ধরনের আইনসিদ্ধ হলেও সাধারণতখেলায় এমন আচরণকে ‘অখেলোয়াড়সুলভ’মনে করা হয়।
গত মঙ্গলবার দিবা রাত্রিরম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে ৪৮.১ ওভারে অলআউট ইংল্যান্ড সংগ্রহ করে ২১৯রান। অধিনায়ক অ্যালিস্টার কুকের ৫৬ রান ছাড়া ব্যক্তিগত বড় ইনিংস খেলতেব্যর্থ হন ইংলিশ ব্যাটসম্যনদের বাকিরা। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা নেন ৩উইকেট। জবাবে ৪৮.২ ওভারে ২২২ রান নিয়ে ৬ উইকেটের জয় ও চলতি সফরে ওয়ানডেসিরিজ নিশ্চত করে শ্রীলঙ্কা। থিরিমান্নে ৬০ ও মাহেলা জয়াবর্ধনে করেন ৫৩রান। সিরিজে প্রথম ওয়ানডে হারলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৯৯ রানে অলআউটকরে সমতায় ফেরে শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে ৬৭ রানে অলআউট শ্রীলঙ্কা ডোবেলজ্জায়। তবে শেষ দু ওয়ানডেতে টানা জয় নিয়ে সিরিজে শেষ সাফল্যটা সফরকারীদেরই।