স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ির টিপরা হাটিএলাকার গভীর জঙ্গলে ৪ দিনের অস্ত্র অভিযান আপাতত সমাপ্ত করেছে ৱ্যাব। ওইঅভিযানে কামান বিধ্বংশী রকেট লাঞ্চার ১টি, রকেট ২২২টি , মেশিন গান ৪টি , মেশিনগানের অতিরিক্ত ব্যারেল ৫টি, ৭.২০ মিলিমিটার গুলি ১১ হাজার ৬৬৭রাউন্ড, ১২.০৭ পয়েন্ট-এর গুলি ১ হাজার ৩২০ রাউন্ড, ২৪৮টি রকেট চার্জার, এমজি এমিনেশন বক্স ১৩ টি,ওয়েল ক্যান ৪০৪ টিসহ বিপুল পরিমাণ গোলাবারুদউদ্ধার করা হয়। ওই জঙ্গলে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে ৱ্যাব।ৱ্যাব হেডকোয়ার্টার ও ৱ্যাব-৯’র আড়াই শতাধিক জোয়ান এ অভিযান পরিচালনাকরে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ৱ্যাবের মিডিয়া উইং এর পরিচারক এটিএমহাবিবুর রহমান এক ব্রিফিং-এ বলেন, সাতছড়িতে তাদের এ অভিযান অব্যাহত থাকবেআরও কয়েকদিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৱ্যাব সদস্যরা গত রোববাররাত ১টার দিকে ৱ্যাব-৯’র অধিনায়ক সানা শাহীনুর রহমানের নেতৃত্বে সাতছড়িবনবিটের অভ্যন্তরে এবং টিপরা পল্লিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে টিপরাপল্লিতে দুটি এবং পল্লির অদূরে গভীর জঙ্গলে একটি টিলায় ৫টি ব্যাংকারেরসন্ধান পায় তারা। গতকাল টিপরা পল্লিতে আরো একটি গোপন আস্তানার সন্ধান পাওয়াগেছে। ২০ থেকে ২৫ ফুট গভীর এসব বাঙ্কার আরসিসি ঢালাই করা।