কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ :থমকে আছে তদন্ত
ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের লেদব্যবসায়ী আব্দুস সামাদ হত্যার ১ মাস অতিবাহিত। একজনকেউ গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদঘাটিত হয়নি হত্যার রহস্য। মুখ থুবড়ে পড়েছে তদন্ত কার্যক্রম।হত্যামামলার সাথে জড়িত পুলিশ কাউকে গ্রেফতার করতেনা পারায় জন মনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। এলাকায় বিরাজ করছে খুন আতঙ্ক।
গত ৫ মে দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওলি আহম্মদের ছেলে আব্দুস সামাদ (৩৪) চিৎলার মুংলাসাধুর বিশ্ব শান্তি আশ্রম থেকে রাত সাড়ে ৯টার দিকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের ছটাঙ্গা নামক স্থানে পৌঁছুলে অজ্ঞাত দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী মাঠে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে ফেলে রেখে যায়। পরদিন সকালে পথচারীরা লাশ দেখে পুলিশকে খবর দেয়। লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় সামাদের বড় ভাই আব্দুল হাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ১ মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।অগ্রগতি নেই তদন্তেরও। তদন্ত কর্মকর্তা এসআই জামাল উদ্দিন মাথাভাঙ্গাকে জানান, রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে খুনিদের চিহ্নিত করে গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে সচেতনমহল মনে করেন, বারবার খুনিরা পার পেয়ে যাওয়ায় এলাকায় নানা অপকর্ম-হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।