জীবননগরে সাধুসংঘ অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা : সাংবাদিকসহ আহত ৪০

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামে গত মঙ্গলবার রাতে দেলোয়ার শাহ আস্তানার সাধুসংঘে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এসময় জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জীবননগর উপজেলা প্রতিনিধি মো. আতিয়ার রহমানসহ অন্তত ৪০ জনকে আহত করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সাংবাদিক মো. আতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, লিটন, আতাহার, আহাদ ও আব্দুল গফুরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদেরকে যশোরসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাধুসংঘেরআয়োজক দেলোয়ার শাহ্ জানান, অনুষ্ঠান চলাকালে রাত ২টার সময় ১৫-১৬ জন মুখোশধারী দুর্বৃত্ত বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর তারা দেশীয় অস্ত্র নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় তাদের অস্ত্রাঘাতে ৪০ জন আহত হয়। এরপর তারা বাদ্যযন্ত্রগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।