কালীগঞ্জে নাইমএমএম পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ অস্ত্রব্যবসায়ীআটক

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে একটি নাইমএমএম পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ অনিমেষ বিশ্বাস (২৯) নামে এক অস্ত্রব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়। সে কালীগঞ্জ শহরের ফয়লা এলাকায় পল্লী চিকিৎসকের পাশাপাশি দীর্ঘদিন ধরে অস্ত্রব্যবসার সাথে জড়িত বলে র‌্যাব জানিয়েছে। আটককৃত অনিমেষ ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের অরবিন্দ বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দীন কলেজপাড়ায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এসময় কলেজপাড়ার শ্রী জয়দেব কুমারের বাসা থেকে কোমরে জাপানি নাইনএমএম পিস্তল থাকা অবস্থায় অনিমেষকে আটক করা হয়। সে ওই বাসায় ভাড়া থাকতো। পিস্তল ছাড়াও তার কাছে ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।

তাকে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার রাতেই অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।