দর্শনা অফিস:দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সুলতানপুরের ভ্যানচালক শরিফুলকে গ্রেফতার করেছে। পুলিশ শরিফুলসহ আরো ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পুরাতন বাজার এলাকায়। পুলিশ পুরাতন বাজার পূজা মন্দিরের সামনে থেকে গ্রেফতার করে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর মাঝপাড়ার আলতাফ হোসেনের ছেলে ভ্যানচালক শরিফুলকে (৩২)। পুলিশ বলেছে, শরিফুলের কাছে থাকা স্কুলব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ২৪ বোতল ফেনসিডিল। এ সময় পালিয়ে গেছেএকইপাড়ার বড় খোকার ছেলে হাসান, সাত্তারের ছেলে জাহিদ ও পারকৃষ্ণপুরের জহির। গ্রেফতারকৃত শরিফুল বলেছে, এ ফেনসিডিলের মালিক জহির, জাহিদ ও হাসান। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত শরিফুলসহ ৪ জনের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।