স্টাফ রিপোর্টার: বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এ.কে.এম শামীম চৌধুরীপ্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে যোগদান করেছেন। প্রধানমন্ত্রীর সহকারীপ্রেসসচিব মো. নুর এলাহি মিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকালএকথা বলা হয়। ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মুক্তিযোদ্ধা এ.কে.এম শামীম চৌধুরীএর আগে প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বাংলাদেশ প্রেসইনস্টিটিউটের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক এবংবাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কাজ করেন।বাংলাদেশ প্রেসইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর থেকে মুক্তিযুদ্ধ নিয়েকয়েকটি গবেষণামূলক প্রকাশনা তার সম্পাদনায় প্রকাশিত হয়।