মাথাভাঙ্গা মনিটর: সড়ক দুর্ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী নিহত হয়েছেন।নিহত গোপীনাথ মুণ্ডে বিজেপির জ্যেষ্ঠ নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরসরকারে পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বপেয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীনয়া দিল্লিতে বিমানবন্দরে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার পড়েন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোজানিয়েছে।গুরতর আহত অবস্থায় গোপীনাথকে দিল্লিরঅল ইন্ডিয়াইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেয়াহলে সেখানেইতার মৃত্যু হয়।তার দুর্ঘটনার খবর শুনে নিতিনগাড়কারি ওহর্ষ বর্ধনসহবিজেপির জ্যেষ্ঠকয়েক নেতাহাসপাতালে ছুটে আসেন।গত ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওতার মন্ত্রিসভার অন্য সদস্যদের সাথে শপথ নেন বিজেপির মহারাষ্ট্রের এ নেতা। গতকালমঙ্গলবার নিজেরনির্বাচনী এলাকা মহারাষ্ট্রের বিড-এবেশ কয়েকটিজনসভায় যোগদেয়ার কথা ছিলো গোপীনাথের। সেজন্য মুম্বাইয়ের ফ্লাইট ধরতে বিমানবন্দরে যাচ্ছিলেনতিনি।