দর্শনা অফিস:বিজিবির কড়া নজরদারির মধ্যেও লুটপাটের ঘটনা ঘটছে। লুটেরাচক্র কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও ফের ফিরেছে নিজনিজ অবস্থানে। শুরু করেছে লুটপাট। দর্শনা বিজিবি সদস্যরা লুটকৃত পোল্ট্রি ফিড উদ্ধার করেছে। লুটের ঘটনার সাথে জড়িতদের আটকের প্রক্রিয়া চলছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা পুরাতন বাজারের আজাদের দোকানে। বিজিবি সদস্যরা ওই দোকান থেকে ইয়ার্ডের লুটকৃত ৬২৫ কেজি পোল্ট্রি ফিড উদ্ধার করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো প্রকার মামলা দায়ের না করা হলেও বাজার কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।