দর্শনা অফিস:দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদসহ জয়নগরের মহাসীন নামের এক কলেজছাত্রকে আটক করেছে। মহাসীনসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হিরা সিনেমা হলের সামনে। বিজিবি সদস্যরা সন্দেহমূলকভাবে আটক করে দর্শনা পৌর শহরের জয়নগর বড় মসজিদপাড়ার দোয়াত আলীর কলেজপড়ুয়া ছেলে মহাসীনকে (২১)। এ সময় কৌশলে পালিয়ে যায় একই পাড়ার খলিলুর রহমানের ছেলে শাহীন ওরফে সাহেব। বিজিবি সদস্যরা মহাসীনের কাছে থাকা স্কুলব্যাগ থেকে উদ্ধার করেছে ১০ বোতল ভারতীয় মদ। মহাসীন বলেছে, এ মদ সাহেব আলীর। সে মদের ব্যাপারে কিছুই জানেনা। বাইসাইকেলযোগে সাহেবকে দর্শনা হল্টস্টেশনে পৌঁছে দিতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় নায়েক কুরবান আলী বাদী হয়ে গতকালই মহাসীন ও সাহেবের বিরুদ্ধে দামুড়হুদা থানায় দায়ের করেছেন মামলা।