ঝিনাইদহে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে তালিকাভুক্ত চার সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হলো- সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের আমির হোসেন, ফকির মণ্ডল, পশ্চিম বিষয়খালী গ্রামের আব্দুর রউফ ওরফে ভেদা ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাদুল ইসলাম। এদের মধ্যে আমির হোসেন, ফকির মণ্ডল ও আব্দুর রউফ ভেদা ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী। আলমডাঙ্গা শহরের আসাদুল অস্ত্র মামলার পলাতক আসামি।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক দাউদ হোসেন জানান, গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে গোপালপুর বাজার এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আমির হোসেন, ফকির মণ্ডল ও আব্দুর রউফকে সদরের কুমড়াবাড়িয়া ও গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।