ছিটমহল হস্তান্তর নিয়ে সুর বদল মমতার

 

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল বিনিময় নিয়েপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর নরম করেছেন। অবশ্যলোকসভা নির্বাচনের আগেই তিনি সুরবদলের ইঙ্গিত দিয়েছিলেন। গতসোমবার উত্তরবঙ্গসফরে গিয়ে  মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, যে ছিটমহলগুলি বিনিময় করলেসমস্যা হবে না, তা নিয়ে আলোচনা হবে। আলোচনার পরে সেই ছিটমহলগুলি বিনিময় করাযেতে পারে। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ভারত-বাংলাদেশছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটিরসহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে একটিসরকারের মানবিক রূপ দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এ সিদ্ধান্তে দু বাংলারসম্পর্কেরও উন্নতি হবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন। ছিটমহল ঐক্য পরিষদেরউপদেষ্টা দেবব্রত চাকী জানিয়েছেন, ছিটমহলের বাসিন্দাদের সমস্যার দ্রুতসমাধান হওয়া উচিত।