স্টাফ রিপোর্টার:‘আইন মেনে বিয়ে, পদ্ধতি জেনে সংসার, বিশের পরে সন্তান,তারুণ্যের তিন অঙ্গীকার’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অফিস র্যালি ও আলোচনাসভার আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিয়দের সম্মেলনকক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম,চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বক্তারা পরিবার পরিকল্পনা ও ছোট পরিবারের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, সেবা সপ্তাহে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচারণার দিকটিকে বিশেষ গুরুত্ব সহকারে সকলেই দেখবেন। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে সারা বছরই পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম সঠিকভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছায় সেবিষয়টি খেয়াল রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।