তিন দিনের মধ্যে লাইসেন্স নেয়ার আহ্বান জানালেন মেয়র
স্টাফ রিপোর্টার: শুধু পৌর এলাকায় নয়, চুয়াডাঙ্গার ইজিবাইক চালক মালিক সমিতির সদস্যরা ভালাইপুর, দামুড়হুদা, ডিঙ্গেদহ ও মুন্সীগঞ্জ পর্যন্ত চলাচলে বাধামুক্ত করার দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এ দাবি নিয়ে চুয়াডাঙ্গা পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের শরণাপন্ন হলে মেয়র তিন দিনের মধ্যে সকল ইজিবাইকের লাইসেন্স গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, দাবিগুলো নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।
জানা গেছে, ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক পৌরসভার বাইরে প্রধান প্রধান সড়কগুলোতে চলাচল করতে গেলে বাধা দেয়া হয়। মাঝে মাঝেই সংঘর্ষের আশঙ্কা দানা বাধে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে ইজিবাইক চালক মালিক সমিতি আন্দোলন শুরু করেছে। অপরদিকে পৌরসভার বাইরের রাস্তায় চালানোতে বাস মালিক সমিতির লোকজন শক্ত হাতে বাধা দিচ্ছে। এরই এক পর্যায়ে গতকাল চুয়াডাঙ্গার ইজিবাইক মালিক চালক সমিতির সদস্যরা ইজিবাইক চালানো বন্ধ রেখে পৌর মেয়রের নিকট দাবি দাওয়া নিয়ে হাজির হন। পৌরসভার গেটে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি উমর মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইদু, শরিয়ত, খোকন, বজলুর রহমান, আহাদ আলী, জামির, জাহিদ, হাপু, মোক্তার, মিলন, পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, আমরা ইজিবাইক টাকা দিয়ে প্রকাশ্যে শোরুম থেকে কিনেছি। আমাদের যান অবৈধ নয়। এরপরও কেনো সকল সড়কে চলাচল করতে দেয়া হবে না। প্রকাশ্যেই শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান চলাচল করছে। আর আমাদের বৈধ যানবহন চলাচলে বাধা দেয়া হচ্ছে। এমন কি পৌরসভার বাইরের চালকেরা তাদের বাড়িতে ইজিবাইক নিয়ে খাবার খেতেও যেতে পারছেন না। এরকম নৈরাজ্য মেনে নিতে পারি না। আমরা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা জীবননগর সড়কের দামুড়হুদা, মেহেরপুর সড়কের ভালাইপুর মোড় ও আলমডাঙ্গা সড়কের মুন্সীগঞ্জ পর্যন্ত ইজিবাইক চালানোর সুযোগ চাই। বৈধ এ সুযোগ না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা পৌর মেয়রের নিকট দাবিসমূহ পেশ করলে মেয়র তিন দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, লাইসেন্স করা হলে সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।