চুয়াডাঙ্গারমহাম্মদজমা থেকে বোমা উদ্ধার

 

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মহাম্মদজমা কৌদোপাড়ায় বাড়ির গেট থেকে পরিত্যক্ত বোমা উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার ভোরে বোমাটি বাড়ির গেটের নিকট পাওয়া যায়।খবর পেয়ে কুতুবপুর ফাঁড়ি পুলিশ বোমাটি উদ্ধার করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজমা কৌদোপাড়ার ফতে আলীর ছেলে মতিয়ার রহমান বাড়ির গেটে একটি লালটেপে মোড়ানো কৌটাআকৃতি দেখতে পান মতিয়ার রহমান নিজেই।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে খবর দেয়া হয়।খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা ওসির নির্দেশে কুতুবপুর ফাঁড়ি পুলিশের এএসআই রবীন্দ্রনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বোমাটি উদ্ধার করেন।