আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী সুজন গ্রেফতার

 

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১৮ পুরিয়া হেরোইনসহ ব্যবসায়ী সুজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা নওদা বণ্ডবিল গ্রামের মৃত মন্টু মালিথার ছেলে সুজন (৩০) দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় হেরোইন ব্যবসা চালিয়ে আসছিলো। গতকাল সকালে স্টেশন এলাকায় হেরোইন বিক্রির সময় থানার এএসআই মেজবা তাকে গ্রেফতার করেন।গ্রেফতারের পর তার কাছে ১৮ পুরিয়া হেরোইন পান। এবিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মাদক মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।