মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনে নতুন ঐক্য সরকার শপথ নিয়েছে। পশ্চিমতীর এবং গাজায় দু প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে বড় ধরনের বিরোধ অবসানের পথে এএক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত এ সরকার গঠনে প্রেসিডেন্ট মাহমুদআব্বাসের ফাতাহ এবং প্রতিদ্বন্দ্বী হামাস দু দলই রাজি হয়েছে।২০০৬ সালেনির্বাচনে জয়লাভ করার পর থেকে দল দুটি আলাদা আলাদাভাবে শাসন পরিচালনা করে আসছে।গাজার শাসন পরিচালনায় আছে হামাস এবং পশ্চিম তীরের শাসন ক্ষমতায় আছে আব্বাসের ফাতাহদল।হামাস ইসরায়েলকে ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এ দলটিরনেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেইসরায়েল।ফিলিস্তিন সম্প্রীতি চুক্তি ঘোষণার পর গত এপ্রিলে তাদের সাথেশান্তি আলোচনা স্থগিত করে ইসরায়েল।হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আসছেইসরায়েল ও অন্যান্য দেশ। দলটি শান্তি আলোচনার বিরোধিতা করে আসছে। যদিও প্রেসিডেন্টআব্বাস বলেছেন, নতুন ফিলিস্তিন সরকার আগের চুক্তিগুলো মেনেচলবে।ফিলিস্তিনের নতুন ঐক্য সরকার রাজনৈতিকভাবে স্বতন্ত্র মন্ত্রীদের নিয়েগঠিত হয়েছে।আগামী ছয়মাসের মধ্যে এ সরকারকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। বর্তমানে এসরকারের নেতৃত্বে রয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রমিহামদাল্লাহ।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ড়ত রোববার নতুন এফিলিস্তিন সরকারকে তড়িঘড়ি স্বীকৃতি না দেয়ার জন্য বিশ্ব নেতাদেরকে আহ্বানজানিয়েছেন।