স্টাফ রিপোর্টার: আইনমন্ত্রীআনিসুল হক বলেছেন, বিচার বিভাগের এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত নয়, যাতেকরে বিচারিক নৈরাজ্য তৈরি হয়। গতকালসোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিতএক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন,জনস্বার্থমূলক রিট মামলায় বিচার বিভাগ বিভিন্ন সময়ে যেসব উদ্যোগ নেয়, সেগুলোকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু তাদের সীমানা অতিক্রম করাউচিত নয়। এমন কিছু করা উচিত নয়, যাতে করে বিচারিক নৈরাজ্য (জুডিশিয়ালঅ্যানার্কি) তৈরি হয়।অস্ট্রেলিয়ান হাইকমিশন আয়োজিত মানবাধিকারসুরক্ষায় অভিজ্ঞতা বিনিময়শীর্ষক সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেনঅস্ট্রেলিয়ান হাই কমিশনার এইচ.ই. গ্রেগ উইলকক। এছাড়াও অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী, জাতীয় মানবাধিকার কমিশনেরচেয়ারম্যান ড. মিজানুর রহমান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেসট্রাস্ট্রের (ব্লাষ্ট) পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টারতানিয়া আমীর প্রমুখ বক্তব্য দেন।