টিপ্পনী

 

 

খবর:(রমজান সামনে রেখে বাড়ছে ৫ পণ্যের দাম)

 

রোজার আগাম খবর পেয়েই

উঠলো ক্ষেপে ছোলা,

দামের পগার পার হয়ে সে

ফেরত দিলো ঝোলা।

 

সয়াবিনের মেজাজ গরম

পেঁয়াজ দেখায় ঝাঁজ,

আমার এখন দর বেড়েছে

কিনো না সব আজ।

 

ভাবের জ্বালায় বাঁচে নাগো

চিনি এবং ডাল,

দামের গুঁতো দিয়ে বলে

আজ খেয়ো না কাল!

 

ÑAvnv` Avjx †gvj­v