ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।
শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গতকাল সোমবার ভোররাতে শৈলকুপার বিভিন্ন গ্রামে পুলিশ ও বিজিবি অভিযান চালায়। সে সময় ৩ জন চরমপন্থী, একজন জামাতকর্মী ও তালিকাকুক্ত সন্ত্রাসীসহ ১৫ জনকে আটক করা হয়। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।