আলমডাঙ্গার বড় গাংনী গ্রামে ভাতিজাকে এলোপাতাড়ি কোপালেন দুই চাচা

 

 

স্টাফ রিপোর্টার: এজমালি জমিজমা নিয়ে গণ্ডগোল চাচাদের হাতে ভাতিজা মামুন মোল্লা গুরুতর জখম হয়েছে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। আলমডাঙ্গার বড়গাংনী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম মামুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের আব্দুল খালেক মোল্লা ও জামালদের মধ্যে এজমালি জমিজমা নিয়ে গতকাল সোমবার সকাল ৮টার দিকে গণ্ডগোল বাধে। এক পর্যায়ে চাচা জামাল মোল্লা ও কামাল মোল্লা মিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের ভাই আব্দুল খালেক মোল্লার ছেলে মামুন মোল্লাকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। মামুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অসংখ্য কোপানো হয়েছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।