স্টাফ রিপোর্টার: আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েনাজিম (২২) নামে এক যুবকের করুণ মৃত্যূ হয়েছে। গতকালরোববার সন্ধ্যায় রাজধানীর আদাবরে এ ঘটনাঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে দ্বিতীয়তলার একটি ভবনের কার্নিশেউঠে আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নাজিম। এ সময় তাকেউদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজিমের গ্রামের বাড়ি ভোলারবোরহানউদ্দিন উপজেলায়। তার বাবার নাম আব্দুল মোতালেব।