বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন রোনালদো

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপেকি দেখা যাবে না বিশ্বসেরা ফুটবলারকে?আশঙ্কার কালো মেঘ এখন পর্তুগালেরফুটবল আকাশে। ক্রিশ্চিয়ানো রোনালদোর বাঁ হাঁটুর চোট যে বড় রকমেরই এবং তাখারাপ দিকে মোড় নিচ্ছে তা গত শনিবারের কয়েকটা ঘটনাক্রমই প্রমাণ করে দেয়।পর্তুগাল ম্যানেজার পাওলো বেন্তো পরিস্কারই বলে দিয়েছেন, রোনাল্দোর চোটপুরো সারার জন্য অপেক্ষা করবো ১৫ জুন পর্যন্ত। কোনও তাড়াহুড়ো বা সময় বেঁধেদিচ্ছি না ওর মাঠে নামার জন্য। আশা করি, ও মাঠে নামতে পারবে। যদি না পারে, তা হলে প্রথম ম্যাচের আগে ওর পরিবর্তে অন্য কাউকে নেয়ার কথা ভাববো।প্রচণ্ড উদ্বিগ্ন পর্তুগিজ টিম ম্যানেজমেন্ট রাতারাতি বিশ্বকাপ শিবিরেউড়িয়ে এনেছে রিয়াল মাদ্রিদের ফিজিওথেরাপিস্ট খাবিয়ের সান্তামারিয়াকে। যিনিসারা বছর রোনালদোর চোট আঘাতের চিকিৎসা করে থাকেন। রোনালদোর সমস্যা দ্রুতবুঝতে পারবেন বলেই তাকে আনা হয়েছে। রোনালদোর চোটের জন্যই গ্রিসের বিরুদ্ধেপ্রস্তুতি ম্যাচে নামলেন না। দলের সাথে প্র্যাক্টিসও করেননি। লিসবনে একসাংবাদিক বৈঠকে পাওলো বেন্তোকে প্রশ্ন করা হয়, রোনালদো ছাড়া কি কাপ জেতাসম্ভব? পর্তুগাল ম্যানেজার বলেন, রোনালদো থাকলেও আমি কাপ জয়ের কথা আগেভাবছি না। আমার প্রথম ধাপ নকআউটে যাওয়া। তিনি আরও বলেন, এখনও হাতে সময়আছে। রোনালদোকে পুরো ফিট হওয়ার জন্য আমরা ওকে সেই সময়টা দেবো।রোনালদোরচোটটা বাঁ পায়ের হাঁটুর পাটেলার টেন্ডনে। পর্তুগিজ শিবিরে যোগ দেয়ার পরইতার এ জায়গায় ব্যথা ও জ্বালা হচ্ছে। ডাক্তারি মতে, বিশ্রামই এর ওষুধ। ফলেগ্রিসের সাথে প্রস্তুতি ম্যাচে তাকে দলে রাখা হয়নি। প্র্যাক্টিসে নামারঅনুমতিও দেয়া হয়নি। গত কয়েক সপ্তা ধরেই একের পর এক তারকাকে নিয়ে আশঙ্কাবাড়ছে। নানা কারণে মেসি, নেইমার, দিয়েগো কোস্তা, রাদামেল ফালকাও, লুইসসুয়ারেসরা বিশ্বকাপে আদৌ নিজের ফর্মে খেলতে পারবেন কিনা তা ঠিক নেই। কিন্তুএসব ম্লান হয়ে যাবে যদি রোনালদো না খেলতে পারেন। ১২ জুন বিশ্বকাপ শুরুহলেও পর্তুগালের প্রথম ম্যাচ ১৬ জুন সালভাদারো জার্মানির বিরুদ্ধে। তাইবেন্তো চাইছেন শেষ সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।