মাথাভাঙ্গা মনিটর: মুসলিম খদ্দেরদের জন্য ধর্মীয় অনুশাসনের সীমারমধ্যে থেকে পতিতালয় চালু হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে, মালিকপক্ষযাকে ‘হালাল’ বেশ্যালয় বলে দাবি করছেন।দেশটির রেড লাইট এলাকায় ‘হট ক্রিসেন্ট’ নামের বারটি সম্প্রতি চালু হয়েছে।হালালভাবে যৌনবৃত্তি চরিতার্থ করার উপায় খুঁজে বের করতে তিনজন আধুনিক মনস্কইমামের (ধর্মীয় নেতা) পরামর্শ নিয়েছেন বারের মালিক জনাথন সুইক।ইমামের পরামর্শ অনুযায়ী সেখানকারপতিতাদেরকে মাদক সেবনে বাধ্য করা হবে না। ইসলামের নিয়মানুযায়ী দিনে পাঁচবারনামাজও পড়বে তারা। আর খদ্দেরদেরকেও তাদের সাথে ইসলামসম্মতভাবেইযৌনসম্পর্ক স্থাপন করতে হবে।কিন্তু বিয়ে ছাড়া নারী-পুরুষের যৌনসংসর্গ ইসলাম সম্মত হবে কিভাবে?ইমামের সাথে পরামর্শ করে এরও একটা সমাধানবের করেছেন হোটেল ব্যবসায়ী জনাথন।ইসলামের শিয়া সম্প্রদায়ের মাঝেপ্রাপ্তবয়স্ক যুগলের প্রণোদনার জন্য ‘মুতা বিয়ে’ নামের একধরনের অস্থায়ীবিয়ে প্রচলিত আছে। শিয়া সমাজে ওই ধরনের চুক্তি ভিত্তিক বিয়ে স্বীকৃত এবংধর্মীয় আইনসিদ্ধ। হোটেলে যৌনসঙ্গী সরবরাহের ক্ষেত্রে মুতা বিয়ের (বিনোদনেরজন্য বিয়ে) ওই নিয়মই অনুসরণ করা হচ্ছে।