টিপ্পনী

 

 

খবর:(শঙ্করচন্দ্র ইউপি সদস্যকে হত্যার হুমকি দেয়ায় নুরনগরের শাহাঙ্গীর গ্রেফতার)

 

পান থেকে চুন খসার জো নেই

উঠে আবার বসার জো নেই

নিজের জমি চষার জো নেই

কিছু হলেই মামলা হবেÑ

 

মুক্ত মনে চলার জো নেই

উচিত কথা বলার জো নেই

এদিক ওদিক টলার জো নেই

বাইরে গেলেই ঝামলা হবেÑ

 

কোনো কিছু ঘটার জো নেই

কিংবা কিছু রটার জো নেই

কথায় গলে পটার জো নেই

জটিলতা আমলা হবে!

 

 

 

ÑAvnv` Avjx †gvj­v