মাথাভাঙ্গা মনিটর: জর্ডানে ‘মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’ (মার্স)করোনাভাইরাসে নতুন একজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছেবলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।মার্স ভাইরাসের সর্বশেষ শিকারহয়েছেন বেসরকারি হাসপাতালে কাজ করা একজন সেবিকা।২০১২ সাল থেকে জর্ডানে মোট১১ জন মার্স ভাইরাস আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬ জন মারা গেলো।মার্স ভাইরাসছড়িয়ে পড়ায় অঞ্চলজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। সরকার এ ভাইরস সংক্রমণ থেকে জনগণকে সচেতনকরতে প্রচার চালাচ্ছে এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে পূর্বসতর্কতামূলক ব্যবস্থানিচ্ছে।এ ভাইরাস আক্রান্ত হলে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিকসমস্যার কারণে রোগীর মৃত্যু হয়। সৌদি আরবে মার্স ভাইরাসে এ পর্যন্ত ১৩০’রও বেশিমানুষের মৃত্যু হয়েছে। ২০১২ সালে প্রদুর্ভাব ঘটা এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরোপাঁচ শতাধিক মানুষ।