স্টাফ রিপোর্টার:সারাদেশে কর্মরত ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জ শ্রমিক-কর্মচারীদের বিশেষ বিবেচনায় শূন্যপদে নিয়মিতকরণের দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মকবুল হোসেনের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা।
মেহেরপুর অফিস জানিয়েছে, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের মেহেরপুর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।