চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে ইভটিজিংবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে ইভটিজিংবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় পৌরভবনের সামনের সড়কে এ মানববন্ধনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আধাঘণ্টাব্যাপি এ মানববন্ধন চলাকালে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, মহিলা কাউন্সিলর সুলতান আরা রতনা ও সিরাজুল ইসলাম মনিসহ উপস্থিত সুধীজনেরা বক্তব্য রাখেন। এসময় সচিব কাজী শরিফুল ইসলাম ইসলাম ও কামরুল ইসলামসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার এসময় বলেন,‘ইভটিজিং বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মেয়েদের চলার পথকে নির্বিঘ্নেকরতে অভিভাবকদের সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বখাটেদের আইনে সোপর্দ করা হবে।’