চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

 

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মরহুম সিরাজুল ইসলামের ছোট ছেলে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

উদ্বোধনী অনুষ্ঠানকে আরো প্রাণবন্তু ও উপভোগ্য করে তোলে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটারগণ।চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মতিয়ার রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ গোলাম মোস্তফা মাস্তার, শেখ জামাল ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুমসহ ফুটবল অনুরাগী ব্যক্তিবর্গ।

গতকাল উদ্বোধনী খেলায় শেখ জামাল স্পোর্টিং ক্লাব ও মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলা গোলশূন্য ড্র হয়। প্রতিযোগিতার সার্বিক আয়োজনে সহযোগিতা করেন আশাদুল হক,বিঞ্জু ও সাইতুল।