গাংনী প্রতিনিধি: ঢাকার বিজ্ঞানীদের সাথে স্থানীয় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রযুক্তির পরিচয় ও একে অপরের মাঝে সেতু বন্ধন তৈরি করবে লাগসই প্রযুক্তি মেলা। লাগসই প্রযুক্তির মধ্যদিয়ে দেশের খাদ্য ঘাটতি দূর হয়েছে। কৃষিসহ সব ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়নের নতুন সূর্য উদিত হচ্ছে। স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে লাগসই প্রযুক্তির বড় প্রয়োজন। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুদিনব্যাপি লাগসই প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমনই মতামত প্রকাশ করেন।
গাংনী উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর’র বিজ্ঞানী আক্তার হামিদ দেওয়ান, চপল কুমার রায়, সাইফুল ইসলাম, সাইদুর রহমান, সাংবাদিক রফিক-উল আলম, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ফজলুল হক বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবনীমূলক প্রযুক্তি প্রদর্শনীর ২০টি স্টল স্থান পায়।