মাথাভাঙ্গা মনিটর: একটিআলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বে জায়গা করে নিতে স্কটল্যান্ডে গণভোটেরপ্রচারণা শুরু হয়েছে। ১৬ সপ্তাহব্যাপী চলবে এ প্রচার কার্যক্রম।গণভোটঅনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এতে দেশটির ৪০ লাখ ভোটার অংশ নিয়েসিদ্ধান্ত জানাবেন যে, তারা যুক্তরাজ্যের সঙ্গে থাকবেন না কি স্বাধীন হবেন।সূত্রজানিয়েছে, আপাতত যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষেই পাল্লা ভারি মনে হচ্ছে।তবে প্রচার অভিযানের মাধ্যমে ভোটারদের মতো পাল্টানো যাবে বলে বলে মনে করেনস্বাধীনতাকামীরা। শেষ পর্যন্ত স্কটল্যান্ডবাসী স্বাধীনতার পক্ষে হ্যাঁ ভোটদেবেন বলেও বিশ্বাস করছেন তারা।এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনেকরছেন, স্বাধীন হলে স্কটল্যান্ডের অর্থনীতি আরো চাঙ্গা হয়ে উঠবে। এতে করেদেশটি ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং নিজস্ব স্বাতন্ত্রবোধ অর্জনকরতে সক্ষম হবে।