মাথাভাঙ্গা মনিটর: লুইস সুয়ারেসের নিখুঁত স্পর্শের অভাব খুব করেঅনুভব করেছে উরুগুয়ে। তবে প্রীতি ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলেহারানোয় বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোমতোই হলো অস্কার তাবারেসের দলের।গত শুক্রবারসেন্তেনারিওতে ম্যাচের শুরু থেকেই ভালো ফুটবল উপহার দেয় স্বাগতিক উরুগুয়ে। তবে উত্তরআয়ারল্যান্ডের গোলরক্ষক রয় ক্যারলের অসাধারণ দক্ষতা এবং গোলের সামনে এদিনসন কাভানি, দিয়েগো ফোরলানদের নিখুঁত স্পর্শের অভাবে বড় জয় পায়নি তারা।
১৯৩০বিশ্বকাপের চ্যাম্পিয়নদের গোলের জন্য ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ঘরেরমাঠে উরুগুয়ের বিশ্বকাপ প্রস্তুতি পর্ব মধুর করে তোলেন বদলি খেলোয়াড় ক্রিস্তিয়ান স্তুয়ানি।শুধুএ ম্যাচই নয়, দু বারের বিশ্বচ্যাম্পিয়নরা সুয়ারেসের চোট নিয়ে অস্বস্তিতে থাকবে বিশ্বকাপশুরুর আগ পর্যন্ত। হাঁটুর অস্ত্রোপচার করানো লিভারপুলের এ ফরোয়ার্ডকে বিশ্বকাপে পাওয়ারসম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ। আগামীকাল সোমবার২৩ সদস্যের চূড়ান্ত দল দেয়ার শেষ দিন। কোচ অস্কার তাবারেস হয়ত সুয়ারেসকে এ দলে রাখবেন।তার আশা, উরুগুয়ে চূড়ান্ত লড়াইয়ে নামার আগেই পুরোপুরি ‘ফিট’ হয়ে উঠবেন তার সেরা তারকা।সুয়ারেসও বিশ্বকাপ খেলতে মরিয়া।ব্রাজিলবিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে উরুগুয়ে। ১৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপঅভিযান শুরু করবে তারা। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দু প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নইংল্যান্ড ও ইতালি।