স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও মেয়েকেকুপিয়ে খুন করেছে বাবা। এ ঘটনায় পাষণ্ড বাবাকে আটক করেছে পুলিশ। গতকালশনিবারভোরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল মুক্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহেরজের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।নিহতরা হলেন-ময়না বেগম (২৯) ও তার মেয়ে নূরজাহান আক্তার স্বপ্না (১৩)। পুলিশহত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করেছে। সুমন মিয়ার বাড়িব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। তিনি নারায়ণগঞ্জে কাপড়ের ব্যবসা করেন।জানাযায়, হীরাঝিল মুক্তিনগর এলাকায় শুক্কুর মিয়ার বাড়িতে স্ত্রী ময়না বেগম, মেয়ে নূর জাহান আক্তার স্বপ্না ও ৭ বছরের ছেলে ইমনকে নিয়ে ভাড়া থাকতেন সুমনমিয়া (৩০)। গতশুক্রবার গভীররাতে স্ত্রী ময়নার সাথে সুমনের বাকবিতণ্ডা হয়।এর জের ধরে গতকাল শনিবার ভোর ৪টার দিকে ঘরে থাকা ধারালো দা দিয়ে প্রথমে ময়না ওপরে বাধা দিতে এলে মেয়ে স্বপ্নাকে কুপিয়ে জখম করে সুমন। এতে ঘটনাস্থলেই মা ওমেয়ের মৃত্যু হয়।