ডিঙ্গেদহ প্রতিনিধি: শঙ্করচন্দ্র ইউপি সদস্য রোজিনা খাতুনকে মোবাইলে হুমকি ও নেশা করে বাড়ি এসে হত্যার হুমকি দেয়ার অপরাধে চুয়াডাঙ্গা সদরের নুরনগর গ্রামের মৃত শহিদ হোসেনের ছেলে শাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গত শুক্রবার রাত আনুমানিক ১১টার সময় রোজিনা মেম্বারের বাড়ির পাশের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ইউপি মেম্বার রোজিনা খাতুন জানান, রাত ৮টার পর নুরনগর গ্রামের মৃত শহিদ হোসেনের ছেলে শাহাঙ্গীর তার মোবাইলে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর পর রাত আনুমানিক ১১টার দিকে নেশা করে এসে বাড়ির পাশে দাঁড়িয়ে গালিগালাজ ও বাড়িতে আগুন লাগিয়ে মেরে ফেলার হুমকি দিলে সাবেক মেম্বার মতিয়ার রহমান ও শাহাঙ্গীরের ভাইদের খবর দিলে তারা এসে শাহাঙ্গীরকে বাড়িতে ফেরত নিতে ব্যর্থ হন। এরপর শাহাঙ্গিরের মাতলামি আরও বাড়তে থাকে। নিজের নিরাপত্তার কথা ভেবে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জকে মোবাইলফোনে ঘটনা জানালে তিনি সাথে সাথে এসআই মনিরকে ঘটনাস্থলে পাঠান। এসআই মনির ঘটনার সত্যতা পেয়ে শাহাঙ্গীরকে মাতাল অবস্থায় গ্রেফতার করেন। হাসপাতালে নিয়ে ওয়াশ করে পুলিশ গতকাল তাকে আদালতে সোপর্দ করে।