যশোরেবন্দুকযুদ্ধেসন্ত্রাসী গুলিবিদ্ধ : পুলিশ আহত

 

 

যশোরপ্রতিনিধি:যশোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধেপালাতক শীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটনবাহিনীর সদস্য মাসুদুর রহমান নান্নু (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় সবুজনামে এক কনস্টেবল আহত হন। গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরতলীর ভাতুড়িয়া বিলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নান্নু শহরের পূর্ববারান্দিপাড়ার লুৎফর রহমানের ছেলে।তার নামে চারটি হত্যাসহ মোট ১২টি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করেছে।যশোরকোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল আলম জানান, ভারতে পালিয়ে থাকাশীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটন বাহিনীর সদস্য মাসুদুর রহমান নান্নুকে শনিবারসন্ধ্যার দিকে মনিহার এলাকা থেকে ফেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেকপুলিশ শহরতলীর ভাতুড়িয়া এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে নান্নুর সহযোগীরাপুলিশের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় কনেস্টবেল সবুজ আহত হয়।পুলিশপাল্টাগুলি ছুঁড়লে পায়ে গুলিবিদ্ধি হয় নান্নু। এ সময় সন্ত্রাসীরা পালিয়েযায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও পাঁচটি বোমাউদ্ধার করে।এসআই জহুরুল আলম আরও জানান, নান্নুর নামে আওয়ামী লীগনেতা নজরুল হত্যাসহ চারটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ তার নামে ১২টি মামলারয়েছে। আহত নান্নুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।