দামুড়হুদায় ছিনতাই মামলায় বিএনপির ২ কর্মী আটক

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মাহবুব (২৭) ও সোহেল রানা (২৫) নামের বিএনপির ২ কর্মীকে আটক করেছে পুলিশ।গতশুক্রবার রাতে দর্শনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দর্শনা ইসলামবাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াজেদ আলীর ছেলে মাহবুব হোসেন ও শহিদুল ইসলামের ছেলে সোহেল রানাকে আটক করে। দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, আটককৃতরা ছিনতাই মামলার আসামী।