ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের আশরাফ গংদের দখলকৃত ভৈরব নদীর সংলগ্নে দশমিক ৩৩ শতক জমি দখলবাজদের কাছ থেকে উদ্ধার করলেন রবিউল হোসেন গং। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ জমি দখলের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী।
জানাগেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে মৃত. নস্কর আলীর স্ত্রী মৃত. রিজিয়া খাতুনের নামে দশমিক ৩৩ শতক জমি একই গ্রামের মৃত. আসান মল্লিকের ছেলে আশরাফ গং দু মাস আগে জোরপূর্বক জবর দখল করে নিয়ে অস্থায়ী বসতভিটায় বাড়ি-ঘর তৈরি করে। এরই ফলে গতকাল শনিবার সকালে রবিউল গংরা বসতভিটায় অবস্থিত ঘরবাড়ি ভাঙচুর করে পুররায় দখল করে নেয়। দখলকৃত জমিকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। আশরাফ গং জানান, আমারপিতা আসান মল্লিকের নামে দশমিক সাড়ে ১৫ শতক জমির রেকর্ড রয়েছে। এরা প্রভাবশালী হওয়ায় এতোদিন আমরা ওই জমিতে যেতে পারিনি। রবিউল হোসেন মাথাভাঙ্গাকে জানান, আমার মা মৃত রিজিয়া খাতুনের নামে দলিলকৃত ১০৪২ দাগে সাড়ে তিন বিঘা জমির মধ্যে দশমিক ১৬ শতক জমি ১নং খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে। তা আবার রেকর্ড কালেকশনের মামলায় বিচারাধীন রয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আশরাফ গংরা লিখিত অভিযোগ দায়ের করেছে।