জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা পশ্চিমপাড়ায় বৃষ্টির মধ্যে শিশুদের খেলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। আহত মাহাবুল আলম (৪৫) ও স্ত্রী ছকিনা খাতুনকে (৩৫) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামটিতে উভয় পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, বাঁকা পশ্চিমপাড়ার কপিল উদ্দিন খাঁর ছেলে মাহাবুল আলমের মেয়ে সুরাইয়া খাতুন (৮), রইচ উদ্দিনের মেয়ে মায়ার (৮) সাথে বৃষ্টির মধ্যে খেলা করছিলো। খেলা করাকালে মায়া অসাবধানতা বশত সুরাইয়ার চোখে খোঁচা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে সুরাইয়ার পিতা মাহাবুল রইচ উদ্দিনকে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে রইচ উদ্দিন ও তার ভাগ্নে শরিফুল ইসলাম মাহাবুলের পরিবারের ওপর হামলা চালিয়ে তাকে ও তার স্ত্রী ছকিনা খাতুনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।