স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জাফর গ্রুপ) ভারপ্রাপ্ত চেয়ারম্যানহিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রীড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীকে। দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীকাজী জাফর আহমদ উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে না আসা পর্যন্ত তিনি এদায়িত্ব পালন করবেন। এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোস্তফাজামাল হায়দার মহাসচিবের দয়িত্ব পালন করবেন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কাজী জাফর আহমেদ বলেন, আমার দলের সর্বস্তরেরনেতা কর্মীদের প্রতি আমার নির্দেশ, আমার অনুপস্থিতিতে আপনারা দলেরভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের দিকনির্দেশনা অনুযায়ী জাতীয় পার্টিকেসুসংগঠিত করে দলের ক্রমবর্ধমান অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখবেন এবং আমারজন্য দোয়া করবেন যেনো আমি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।