ক্রীড়াপ্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৩য় বারের মতো আয়োজিত সিরাজুল ইসলাম স্মৃতি সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ রোববার বিকেল ৪টায়। টুর্নামেন্ট কমিটিসূত্রে জানাগেছে,চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন,চুয়াডাঙ্গা পৌর মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নইম হাসান জোয়ার্দ্দার।