চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

 

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গাশহরের হাসান চত্বর এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছেপুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।গতকালশনিবার সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরাহলেন-চুয়াডাঙ্গা জোয়ার্দ্দার পাড়ার অহিদুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (৩৫), নুরনগরের মনোয়ার হোসেনের ছেলে রাব্বি (২৩)ও বড়বাজার পাড়ার মাসুদ মিয়ারছেলে পলাশ (২৪)।

পুলিশ জানায়, সন্ধ্যায় সদর থানার ওসি (তদন্ত)কামরুজ্জামান ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাসান চত্বর এলাকায়অভিযান চালিয়ে তাদেরকে একটি চোরাই পালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করে।সদরথানার ওসি তদন্ত কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা চোর চক্রের সদস্য। তাদেরবিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।