আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় পদত্যাগ করলেন সেকেন্দার আলি

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর বিএনপির সদ্য মনোনীত সাধারণ সম্পাদক সেকেন্দার আলি পদত্যাগ করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক ও ১ নং যুগ্মআহ্বায়ক বরাবর লিখিত ওই পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। গতকাল শনিবার সকালে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার সংবাদ পড়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন। গতকাল তিনি এ পদত্যাগপত্র জেলা আহ্বায়ক ও ১ নং যুগ্মআহ্ববায়কের নিকট পৌঁছে দিয়েছেন বলে জানান।

অপেক্ষাকৃত নতুন প্রজন্মের আলমডাঙ্গা পৌর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বেশ প্রভাবশালী নেতা সেকেন্দার আলি। আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ার ঘটনায় তার অনুসারী ও সাধারণ নেতা-কর্মীরা খুশি হতে না হতেই তার পদত্যাগের সংবাদে তারা বেদনার্ত ও আশাহত হয়েছেন বলে অনেকে মন্তব্য করেছেন।