আজ রোববার আইপিলের ফাইনালে মুখোমুখি কলকাতা নাইটরাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব

 

মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ানপ্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে আজ রোববার মুখোমুখি হচ্ছে কোলকাতা নাইটরাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের আসরে অনেকটা ফেভারিট হিসেবে দাপটেরসাথে খেলেই ফাইনালে উঠেছে পাঞ্জাব। সেজন্য এ দলটি জিততে পারলে প্রথমবারেরমতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে। আর কোলকাতা জিততে পারলে দ্বিতীয়বারেরমতো চ্যাম্পিয়ন হবে।কোলকাতার পক্ষে ফর্মে থেকে ভালোই ব্যাট করছেনরবিন উথাপা ইউসুফ পাঠান ও সাকিব আল হাসান। সেই সাথে রয়েছেন সুনীল নারায়ণ।আর পাঞ্জাব দলের সেরা ব্যাটসম্যান ম্যাক্সওয়েল,মিলার আর শেবাগ ব্যাটে ঝড়তুলতে সক্ষম।কোলকাতার মালিক রয়েছেন নায়ক শাহরুখ খান এবং পাঞ্জাবেরমালিকানায় গ্লামার গার্ল প্রীতি জিনতা। বলিউডের দু তারকা জুটি বেধে পর্দাকাঁপিয়েছেন বহুবার।

২০০৪ সালে যশ রাজ ফ্লিমের ব্যানারে নির্মিত ‘বীর-যারা’ এ জুটির সর্বশেষ ছবি।আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ারে কোলকাতা ২৮ রানেপাঞ্জাবকে হারায়। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চেন্নাইকে ২৪ রানে হারিয়ে ফাইনালেরটিকেট নিশ্চিত করে পাঞ্জাব।এবারের আসরে তিনটি ম্যাচে প্রীতি ওশাহরুখের দলের লড়াই হয়। লিগ পর্বের দু ম্যাচে একটি করে জয় পেয়েছিলো দু দল।আর ফাইনালে ওঠার লড়াইয়ে ইডেন গার্ডেনে কোলকাতায় পাঞ্জাবকে হারিয়েসেমিফাইনাল নিশ্চিত করে কোলকাতা।আজ রোববার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামীস্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ফাইনাল খেলা শুরু হবে। সাত আসরেরআইপিএলে এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে প্রীতির দল। অন্যদিকেদ্বিতীয়বার ফাইনাল খেলছে কোলকাতা নাইট রাইডার্স।