স্টাফ রিপোর্টার: পায়েরব্যাথার কারণে প্রয়াত রাষ্ট্রপতি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানেরমৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণে যেতে পারেননিবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা গতকাল শনিবার সকাল থেকেদুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।দলের চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফকামাল খান জানান, গতশুক্রবার রাত থেকে ম্যাডাম পায়ে ব্যথা অনুভব করছেন।শারীরিকভাবেও তিনি ক্লান্ত। এ কারণে শনিবারের পূর্ব নির্ধারিত কর্মসূচিতেযেতে পারেননি তিনি।মারুফ কামাল খান আরো জানান, মুন্সীগঞ্জের জনসভায় অংশনেয়ার আর আগ থেকেই বিএনপি চেয়ারপার্সন পায়ে ব্যাথা অনুভব করছেন। অবশ্য গতশুক্রবার দলের প্রতিষ্ঠাতার মাঝারে ফুলের শ্রদ্ধা জানান ও রাজধানীর বিভিন্নস্থানে খাবার বিতরণ করে কাটান খালেদা জিয়া।