অতিবর্ষণে জীবননগর আমব্যবসায়ীদের মাথায় হাত

 

 

জীবননগর ব্যুরো: গতকাল শনিবারের অতিবর্ষণে জীবননগর আমআড়ত ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। অতিবর্ষণে ফলের আড়তে হাঁটু অবধি পানি জমে যাওয়ায় আম পচে বিনষ্ট হওয়ার আশঙ্কা করছে আমব্যবসায়ীরা।

জীবননগর আম আড়তপট্টির আদর্শ ফল আড়তের স্বত্বাধিকারী আড়তদার মিন্টু মিয়া, বাবু ও বকুল জানান, গতকাল ভোর থেকে অবিরাম বর্ষণের ফলে ফল আড়তপট্টিতে হাটু অবধি পানি জমে গেছে। আকস্মিক বৃষ্টির পানিতে আড়তে রক্ষিত সমস্ত আম ডুবে গেছে। ব্যবসায়ীরা আড়ত থেকে দ্রুত আম কিছু সরাতে সক্ষম হলেও অধিকাংশ আম পানির নিচে পড়ে যায়। বৃষ্টির এ পানির ফলে গতকাল প্রায় ২০ লক্ষাধিক টাকার আম পানির নিচে তলিয়ে যাওয়ায় তা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীবৃন্দ।