খবর:(আলমডাঙ্গার গোপালনগর মাঠে যাত্রার নামে কী হচ্ছে)
মেলার নামে হচ্ছে কী সব
কী নাকি কী ঝাঁকানো,
ও ছি. ছি. কাপড় খোলা
যায় না মোটে তাকানো।
জুয়া খেলা হচ্ছে মেলা
পুলিশ ঘোরে সেখানেই,
যাত্রা যাত্রা প্রচার চলে
যাত্রার কোনো দেখা নেই।
আকাশ থেকে নেমে আসে
কাপড় খোলা নারী,
যাত্রা যাত্রা চলছে কী গো
বেজায় কেলেঙ্কারি।
ÑAvnv` Avjx †gvjv